Sandhane Dhandaay Feluda
‘মুড়ো হয় বুড়ো গাছ’ মনে আছে? ‘ত্রিনয়ন ও ত্রিনয়ন’? বা তারও অনেক আগের ‘পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা’? মগজাস্ত্রে শান দিতে যারা খুব ভালোবাসে এই বইটা তাদের জন্য। নিজেদের মনের জানলা খোলা রেখে কলকাতার আনাচেকানাচে ঘোরা যাদের নেশা, এ বই তাদের জন্যও বটে। প্রখর রুদ্রকে কিছুদিনের জন্য ছুটিতে পাঠিয়ে, প্রিয় শিক্ষকের হাতে হাত মিলিয়ে জটায়ুর এই একগুচ্ছ নতুন লেখা। যার পিছনে রয়েছে ওঁর নিজের ভাষায় যাকে বলে ‘ডিপ রিসার্চ’। যে বইয়ের খসড়া সংশোধন করে দেন স্বয়ং প্রদোষ মিত্র আর ছবি আঁকেন তপেশ, সে বই যে স্বাদে গন্ধে ‘হট কচৌরিস’-এর থেকে কোনও অংশে কম হতে পারে না, সে কি আর বলার অপেক্ষা রাখে? ফেলুদার কথায়, “আপনার এই বইয়ের ক্ষেত্রে ‘এইবারে লিখেছেন খাড়া বড়ি থোড়’ একেবারে খাটে না।”
Cart
Total Amount:
₹0.00
Your cart is empty!
Looks like you haven't made your menu yet.