Mukh Bachte Gaon Ujar
Mukh Bachte Gaon Ujar
Mukh Bachte Gaon Ujar
Mukh Bachte Gaon Ujar

Mukh Bachte Gaon Ujar

প্রসেনজিৎ কবি। কিন্তু গদ্যেও তাঁর অনায়াস যাতায়াত। মানুষটা ভিতরে ভিতরে ভবঘুরে। গ্রামে গ্রামে ঘোরেন। জড়িয়ে পড়েন অনুষ্ঠানে। মানুষ দেখেন। কথা বলেন। আর শোনেন। মনের ভিতরে থাকা আরেক মন নিয়ে। আর এই করতে করতেই তিনি পেয়ে যান অমূল্য রতন। এই বইতে তারই প্রমাণ পাতায় পাতায়। শহুরে জীবন কিংবা মফস্বলের আটপৌরে চলনে অভ্যস্ত জীবন থেকে দূরে কত আশ্চর্য সেই সব মানুষের বেঁচে থাকা। আমাদের জীবন তার স্পর্শ পায় কই? পটুয়া, বহুরূপী, ছৌ-শিল্পী, বলাগড়ের নৌকোর কারিগর, জেলেপাড়ার সং— যত্ন করে এঁদের কথা কলমের ডগায় ফুটিয়ে তুলেছেন প্রসেনজিৎ। টইটই সেই ভ্রমণের টলটলে শিশিরবিন্দুর ছাপ পাঠকের মনকে স্নিগ্ধ করে তোলে। রিনরিনে রোদ্দুর ছেঁকে আনা নৌকোর সংকেত, ফকিরের ভাণ্ডার কিংবা পাখির পালকে লেগে থাকা সূর্যাস্তের জলছাপ মনকে এক অনন্য অভিজ্ঞতায় নিয়ে যাবে। যাবেই। এ আমাদের বিশ্বাস।

Cart

Total Amount:

₹0.00

empty cart

Your cart is empty!

Looks like you haven't made your menu yet.

© Chat2Order by NCOM Digital Solutions LLP

About usAbout sellerPrivacyTerms & Conditions