Limerick:-e Felunath
বিখ্যাত সায়েন্স ফিকশন রচয়িতা আইজ্যাক আসিমভ ছিলেন গোয়েন্দা কাহিনির একনিষ্ঠ পাঠক। শার্লক হোমসের প্রতিটি গল্প নিয়ে তাঁর লেখা লিমেরিক প্রকাশিত হয়েছিল ১৯৭৮-এ ‘শার্লকিয়ান লিমেরিকস’ নামে। সেই বই এদেশে দুষ্প্রাপ্য না হলেও দুর্মূল্য। গোয়েন্দা ফেলুদার ভক্ত হিসেবে তার প্রতিটি কাহিনি নিয়ে লেখা যে ছড়াগুলি এখানে পেশ করা হল সেগুলির সবকটিকে লিমেরিক হয়তো বলা যায় না। তবে ওই ধরনের সংক্ষিপ্ত ছড়া বা পদ্য এগুলি অবশ্যই এবং এগুলিতে আসিমভের শার্লকিয়ান লিমেরিকগুলির মতো ফেলুদার গল্পের ভাব বা বিষয় গৃহীত হয়েছে। আসিমভ বলেই দিয়েছিলেন, পাঁচ লাইনের ছড়ায় হোমসের মূল গল্পটি ব্যক্ত করা অসম্ভব। সেই কথা প্রযোজ্য এই ছড়া বা লিমেরিকগুলি সম্পর্কেও।
Cart
Total Amount:
₹0.00
Your cart is empty!
Looks like you haven't made your menu yet.