Aschorjo! First Year Puja Issue, October 1963
পুজোয় এবার সবাই আশ্চর্য! হবে। হ্যাঁ, হওয়ারই কথা। যে পত্রিকার কোনো সংখ্যাই আজ পাওয়া যায় না বহু বছর। যা দু-তিনটি কপি পুরোনো বইয়ের দোকানে আসে তা প্রায় সোনার দামে চলে যায় ‘সংগ্রাহক’দের কবলে। আর আম পাঠক এতদিন সেই পত্রিকাগুলির ফেসবুকে ছবি দেখেই সন্তুষ্ট থাকতে বাধ্য হতেন। সেই দিন শেষ হতে চলেছে। কল্পবিশ্ব ও ফ্যান্টাসটিকের যৌথ প্রচেষ্টায় ফিরে এল সেই আশ্চর্য!, বিস্ময় ও ফ্যানটাসটিকের যুগ। সেই প্রচেষ্টার প্রথম নিদর্শন হিসেবে পুনঃপ্রকাশিত হয়েছে ১৯৬৩ সালের প্রথম আশ্চর্য! পুজোসংখ্যা। বইটি নতুন করে কম্পোজ করা হলেও বানান, বিজ্ঞাপন সব কিছুই যেভাবে ছিল সেভাবেই রাখা হয়েছে। বইয়ের পুরোনো কভারটি নতুন করে রেস্টোর করেছেন শিল্পী উজ্জ্বল ঘোষ। প্রায় সাড়ে তিনশো পাতার এই পূজাবার্ষিকী হার্ড কভারে প্রকাশিত হল। কল্পবিজ্ঞান হোক সবার জন্যে উন্মুক্ত।
Cart
₹0.00
Your cart is empty!
Looks like you haven't made your menu yet.