
Pumice, পিউমিস
পিউমিস একটি ক্রাইম থ্রিলার। অপরাধ, অপরাধী, অপরাধ-জগত– অনুপুঙ্খভাবে এসেছে এখানে। সাধারণ মানুষের মধ্যে মিশে থাকা অপরাধী, ছদ্মবেশি কুচক্রী, পরিস্থিতির ফেরে ফেঁসে যাওয়া বা অপরাধ করতে বাধ্য হওয়া মানুষ এবং দক্ষ প্রশাসকগণ, সবাই ছড়িয়ে আছেন এর পাতায় পাতায়। বইটিতে সমাজের কিছু তিক্ত সত্য গল্পের চরিত্রদের কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে।
Share on: