
Udito Suryer Andhokar (Higashinopurbo Japani Pathopradorshok Rahasyakahini Sankolon), উদিত সূর্যের অন্ধকার (হিগাশিনোপূর্ব জাপানি পথপ্রদর্শক রহস্যকাহিনি সংকলন)
এই বইয়ের দুই মলাটে ধরা হয়েছে প্রথম যুগের একেবারে সেরা, মগজাস্ত্রে টানটান কিছু জাপানি রহস্যগল্পকে। কেইকিচি ওসাকা, এডোগাওয়া র্যামপো, এবং কিদো ওকামোতোর কিছু প্রতিনিধি-স্থানীয় রহস্যকাহিনি অনুবাদ করেছেন ঋজু গাঙ্গুলী, অর্ক পৈতন্ডী, পার্থ দে-র মতো প্রথিতযশা লেখক-অনুবাদকরা। এই হিগাশিনোপূর্ব পথপ্রদর্শক জাপানি রহস্যকাহিনি সংকলন বাংলা ভাষায় জাপানি গোয়েন্দা-চর্চার নতুন অভিমুখ খুলে দেবে বলেই আমাদের বিশ্বাস।
Share on: