
Pratihinsa Younata Yuddha Droupadi, প্রতিহিংসা যৌনতা যুদ্ধ দ্রৌপদী
বেদব্যাসের মূল মহাভারতের বাইরেও গোটা এশিয়া জুড়ে রয়েছে মহাভারতের অজস্র নির্মাণ এবং রিনির্মাণ। এছাড়াও বিভিন্ন জনজাতি নিজস্ব ফ্রেমে আঁটাতে চেষ্টা করেছে মহাভারত এবং তার চরিত্রদের। অজস্র ভারতীয় কাল্ট, পুরাণ-উপপুরাণ, জনশ্রুতি, মৌখিক পরম্পরা, আঞ্চলিক মহাভারত, শিল্প, উৎসব, সাহিত্য দ্রৌপদীকে নানারূপে গড়েছে। সিংহভাগ ক্ষেত্রেই দ্রৌপদী দুই প্রতীকে মূর্ত হয়েছেন— ১) প্রতিহিংসাপরায়ণ, রক্তপিপাসু— যিনি ভয়ংকর যুদ্ধের কারণ। শক্তি যেন দ্রৌপদীর রূপ ধরে সবকিছু ধ্বংস, লণ্ডভণ্ড করে দেয়। শোক-সন্তাপে তিনি হিংস্র। ২) তাঁর নিজেরও যৌনক্ষুধার সীমা-পরিসীমা নেই এবং তাঁর মতো ‘যৌন-বিস্ফোরক’ নারীর জন্যই এত কিছু। ভারত এবং এশিয়াজুড়ে ছড়িয়ে থাকা দ্রৌপদী বিষয়ক নানারকম চিত্তাকর্ষক চর্চার কথা রয়েছে এই বইয়ের দুই মলাটের ভিতরে।
Share on: