
Jekhane Somoy Sesh, যেখানে সময় শেষ
এই গ্রন্থে দু’টি গল্প রয়েছে। নাম দেখেই বোঝা যায় যে দুটো গল্পেই ‘শেষ’ ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম গল্পে দেখা যায় নান্টুদা আর চমচম বেরিয়ে পড়েছে মহাকাশের কোনও এক স্থানে অবস্থিত এক দানবীয় ব্ল্যাকহোলের উদ্দেশ্যে। কী হয় ব্ল্যাকহোলের মধ্যে? সেখানে নাকি সময় স্থান হয়ে যায়, আর স্থান হয়ে যায় সময়! ব্ল্যাকহোলের অন্তিম প্রান্তে যে সিঙ্গুলারিটি আছে তা আসলে কী? কী আছে সিঙ্গুলারিটির ওপারে? দ্বিতীয় গল্পে পাঠকের সঙ্গে মদন সরখেল নামে এক নতুন চরিত্রের পরিচয় হয়। মদন সরখেলের আবিষ্কৃত এক অদ্ভুত যন্ত্রের মাধ্যমে নান্টুদা আর চমচম পাড়ি দেয় এক রহস্যময় স্থানে। সেই ‘স্থান’ মহাবিশ্বের বাইরে! এক অদ্ভুত উপায়ে মহাবিশ্বের সীমানা পেরিয়ে তারা চলে যায় ব্রহ্মাণ্ডের বাইরে। কী রয়েছে সেই সীমানার ওপারে? সেখানে কি রয়েছে অন্য কোনও ব্রহ্মাণ্ড, অন্য কোনও রিয়েলিটি, নাকি তার থেকেও চমকপ্রদ কিছু?