
Jadusafar, জাদুসফর
যে কোনও লেখাই আসলে একটা ম্যাজিক ট্রিকের মতো। কোনওদিন জাদুর খেলা নিখুঁত হবে, কোনওদিন হবে না। কখনও জাদুকরের গোপন কৌশল ধরা পড়ে গেলে, ক্ষমাহীন দর্শক হাততালির বদলে হয়তো বা দুয়োই দেবে৷ তবুও জাদুকর বিশ্বাস রাখে, এখানেই শেষ নয়। এখনও কিছু কৌশল বাকি আছে। রঙিন রুমালটিকে নিমেষেই ধবধবে সাদা খরগোশ করে দেওয়া কিংবা যে মেয়েটি উধাও হয়ে যাচ্ছে, তাকে ফিরিয়ে আনার চাইতেও অনেক বেশি মায়াবী কোনও কৌশল...
তাই সে অপেক্ষা করে। প্রতিটি মুগ্ধতা এবং যে কোনও অপমানের থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে, জাদুকর অপেক্ষা করে—
অন্তহীন এক জাদুসফরে পথ চলতে চলতে, একদিন নিজেই নিজের শ্রেষ্ঠ ম্যাজিক ট্রিক হয়ে ওঠার।
Share on: