
Half Padel, হাফ প্যাডেল
ভাঙা পাঁচিলের গায়ে যেমন নবীন গাছের চারা ফুঁড়ে বেরোয়, এই বইয়ের লেখাগুলো তেমনই। কুলগোত্রহীন লেখার অক্ষরে মিশে থাকে জীবনের শ্বাসপ্রশ্বাস। কখনও হাফ প্যাডেলে দিগন্তের দিকে ধেয়ে যাওয়া, কখনও মফসসলের গলিতে উড়িয়ে দেওয়া ভালোবাসার কাগজকুচি। প্রতিটি লেখাই যেন যেমন খুশি লেখার প্রতিযোগিতায় নেমেছে। শেষপর্যন্ত যা পড়ে থাকে, তা হল ছায়াঢালা পিছুটান। যার আগামুড়ো খুঁজতে গিয়ে হঠাৎ দেখা হয়ে যায় বাংলার নদী-মাঠের সঙ্গে। চারদিকে শিমুলতুলোর মতো উড়তে থাকে ভালোবাসা।
Share on: