Godyosangraha, গদ্যসংগ্রহ
এসব লেখার সঙ্গে হঠাৎ দেখা হয়। সাঁঝে। ভোররাতে। যখন আকাশের সঙ্গে মাটি চুপিচুপি কথা বলে সেই প্রহরে। চারপাশের তুচ্ছ ঘটনাও তখন মনে ধরে, টেনে নিয়ে যায় শিকড়ের পানে। এই বইয়ের লেখাগুলো যেন আলগোছে হাত বুলিয়ে দেয় দুঃখিনী বর্ণমালার গায়ে। যা দেখছি-র থেকেও বড়ো হয়ে উঠছে কী দেখছি না। পাঠককে সেই না দেখা ঘোরের সন্ধান দিয়েছেন লেখক। তিনি আদতে সংবাদিক হওয়ায় জীবনকে দেখেছেন ঈগলের দৃষ্টিতে। কিন্তু জীবন কুড়িয়েছেন চড়াই-ফিঙে-শালিখ হয়ে। নানা ঘটনার দাগ সযত্নে পুষেছেন মনে। কিছু সত্যিকে আবার উড়িয়ে দিয়েছেন ফুৎকারে, আকাশেবাতাসে। ফাঁকতালে খুঁজে পেয়েছেন নিজের হারানো দিন, নিজের জন্য জমিয়ে রাখা নিজেরই বিস্ময়! এখানেই এই বই পাঁচটা গদ্যের বইয়ের চেয়ে আলাদা। রোজনামচার কথাকেই কালিকলমে ডুবিয়ে সাহিত্যের রং দেওয়া হয়েছে। যে চোখে খবর দেখেছেন সেই চোখেই তুলে এনেছেন প্রেম, বিরহ, না পাওয়া আর হেলায় হারানোকে। প্রকাশিত গ্রন্থ, খবরের কাগজ ও সামাজিক মাধ্যমে এযাবৎ প্রকাশিত তাঁর সমস্ত গদ্যকে একত্রিত করে তৈরি হয়েছে এই গদ্যসংগ্রহ, যার গায়ে লেগে আছে মাটির গন্ধ ও ভালোবাসা।
Cart
$0.00
Your cart is empty!
Looks like you haven't made your menu yet.
Hello! 👋🏼 What can we do for you?
11:25