
Ghoti-Doshok, ঘটি-দশক
ঘটিরাম গুপ্ত, দ্য রাইটার। বাঙালি পাঠকদের একটা বড় অংশ তাঁকে চিনে গিয়েছেন ইতোমধ্যে। তা প্রায় দেড় দশকের ওপর হল, তাঁর প্রথম আবির্ভাবটি ঘটেছিল ছোটদের কাগজে। তখন তিনি স্ট্রাগলার। বিখ্যাত হতে চাইছেন প্রাণপণে, প্রথিতযশা লেখকদের জনপ্রিয়তা দেখে বেদম ঈর্ষান্বিত হচ্ছেন, নানা কায়দা-কসরত করে পৌঁছতে চাইছেন পাদপ্রদীপের ঠিক কেন্দ্রটিতে। তাঁর প্রতিভার ঠিকঠাক কদর হচ্ছে না, তাই মরিয়া হয়ে সমঝদার লোকজন খুঁজে বেড়াচ্ছেন, নানা বিড়ম্বনারও মুখেও পড়ছেন এদিক-সেদিক।
Share on: