
Desh Hariye Jay, দেশ হারিয়ে যায়
কারও দেশ থাকে। কারও হারিয়ে যায়। দেশভাগের পর প্রথম প্রজন্মের উদ্বাস্তুরা জেনেছিলেন দেশ হারানোর যন্ত্রণা। শিকড় উপড়ে এসে নতুন মাটিতে শিকড় তৈরি করা বড় কঠিন। রিফিউজি নামের মধ্যে যে গ্লানি আর জীবনভর সংগ্রাম তার জের টেনে যেতে হয় সুদীর্ঘকাল। দেশ কী? কেন? শুধু মানুষের সমষ্টিই কি দেশ? যদি তাই হয় তবে দেশের মধ্যে মানুষ কেন উপেক্ষিত থেকে যায়?— এই বই এমন অজস্র প্রশ্ন আর সংশয় হয়তো জাগিয়ে তুলবে আপনার মনে।
Share on: