ক্যরাভান + পোস্টার, Caravan + Poster
বহু যুগ ধরে রক্তচোষাদের একটি গোষ্ঠীর আস্তানা ছিল রাজস্থানের মরুভূমিতে। তারা নৌটঙ্কি কাফেলা বা বানজারা যাযাবরদের ছদ্মবেশে নানান জায়গায় ঘুরে বেড়াতো। কোনও এক অভিশপ্ত রাতে তারা এসে পৌঁছোয় মরুভূমির প্রান্তিক এক গ্রামে। নিরীহ গ্রামবাসীদের প্রলুব্ধ করে সেই যাযাবরের দল তাদের রঙ্গ-তামাশা দেখার জন্য আমন্ত্রণ জানাতে উস্কানি দেয়। কলাকুশলীদের চাকচিক্য আর রূপে মুগ্ধ হয়ে গ্রামবাসীরাও এই কাফিলা বা ক্যারাভানকে তাদের গ্রামে প্রবেশাধিকার দেয়। শুরু হয় নাচ গান রঙ্গ-তামাশা। পুরো গ্রাম যখন উল্লাসে মত্ত, তখনই রক্তচোষারা তাদের আসল রূপ ধারণ করে— শুরু হয় তাদের পৈশাচিক তাণ্ডবলীলা। সেই রাতে তাদের রক্ততৃষ্ণা চরিতার্থ করতে বলি হয় গ্রামের প্রতিটি প্রাণ।
এভাবেই তাদের নারকীয় কর্মকাণ্ড চলতে থাকে বছরের পর বছর, যুগের পর যুগ। কিন্তু এক রাতে এর ব্যতিক্রম ঘটে। হতভাগ্য একটি গ্রামের এক বাচ্চা ছেলে 'আসিফ' এই রক্তচোষাদের শিকার হওয়ার হাত থেকে কোনওক্রমে বেঁচে যায়। পরিবার আপনজন সবাইকে হারিয়ে আসিফ বেড়ে উঠতে থাকে এক ছিঁচকে চোর ও স্মাগলার হিসেবে। কালের বিচিত্র আবর্ত এমনই যে আসিফকে এক অভিশপ্ত রাতে ফের রক্তচোষাদের সেই ক্যারাভানের মুখোমুখি হতে হয়। একবার প্রাণে বাঁচলেও আসিফ কি আবার এই পৈশাচিক কাফেলার গ্রাস হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে পারবে? শমীক দাশগুপ্ত-রচিত কাহিনি ও চিত্রনাট্য— ইয়ালি ড্রিম ক্রিয়েশনস স্টুডিও-র বেস্টসেলিং মৌলিক গ্রাফিক নভেল 'ক্যারাভান' প্রথমবার বাংলায় আসছে অন্তরীপ কমিকস-এর হাত ধরে।
Cart
$0.00
Your cart is empty!
Looks like you haven't made your menu yet.
Hello! 👋🏼 What can we do for you?
11:25