Antareep June Issue 2024, অন্তরীপ জুন সংখ্যা ২০২৪
অন্তরীপের জুন, ২০২৪ সংখ্যাটি সেজে উঠেছে একগুচ্ছ ‘শ্রদ্ধার্ঘ্য’ উদ্যমে। বাংলা সাহিত্যের অলিম্পাসে চিরস্থায়ী আসন করে নিয়েছেন যাঁরা, সেই লেখকদের লেখার পাশাপাশি আমরা সাজিয়ে দিয়েছি এ কালের কলমচিদের বিনীত নমস্কার। অগ্রজ চিরকালীন সাহিত্যকর্মের অদৃষ্ট উপসংহার ও নবীন কাহিনিসঞ্চার। এই সংখ্যায় পাঠক দেখবেন মূল কাহিনির ঠিক পরেই সংশ্লিষ্ট ‘প্যাস্টিশ’টি রাখা হয়েছে। যাতে পাঠকমনের চিরন্তন সেই প্রশ্নটি— ‘তারপর কী হল’-এর উত্তর পাওয়া যায় কিছুটা হলেও।
অন্তরীপের এই সংখ্যাটি তাই চেষ্টা করেছে বাংলাসাহিত্যের ঈশ্বরকোটির লেখকদের কালজয়ী রচনাগুলির এক অন্যরকম উদ্যাপন করবার। অন্তরীপ চেয়েছে এই সংখ্যাটি ফুল্ল হয়ে উঠুক সাহিত্যসৃষ্টির সেই অমোঘ মুহূর্তটির উদ্যাপনে, যেখানে সাহিত্যের ঈশ্বর সামান্য পাঠকের হাতে কলম তুলে দিয়ে তাঁকে নিজের আদলের আশীর্বাদটি দেন, নিজের পথের আভাসটি দর্শান। এই উদ্যোগটিই অন্তরীপের শ্রদ্ধার্ঘ্য।
Cart
$0.00
Your cart is empty!
Looks like you haven't made your menu yet.
Hello! 👋🏼 What can we do for you?
11:05