

Antareep April Issue 2025, অন্তরীপ এপ্রিল সংখ্যা ২০২৫
সলিল চৌধুরীর জন্মশতবর্ষে অন্তরীপ পত্রিকার শ্রদ্ধার্ঘ্য এই সংখ্যা। একগুচ্ছ লেখায় আমরা সন্ধান করেছি সলিল চৌধুরীর অন্বেষণটিকে, চেষ্টা করছি তা স্পর্শ করতে— যে অন্বেষণ ও যাত্রাপথ তাঁকে সকলের থেকে আলাদা করেছে।
পাঠক, সেই 'আলোর পথযাত্রী'র অন্তহীন যাত্রাপথের অন্বেষণে আপনাকে স্বাগত জানাই। সলিল চৌধুরীর বহুবর্ণ জীবন ও সৃষ্টির জগতের যে মূল চালিকা শক্তি, সেই অনন্ত জীবনজিজ্ঞাসার সলিলসাগরে আপনার স্নান পূর্ণ হোক— এই-ই অন্তরীপের আশা।
Share on: