

Antareep April Issue 2024, অন্তরীপ এপ্রিল সংখ্যা ২০২৪
অন্তরীপের এপ্রিল ২০২৪ বিশেষ সংখ্যা 'প্রতিরোধ'। অন্তরীপের নববর্ষ সংখ্যা সেজে উঠেছে কিছু অনামা অথচ দুর্বার প্রতিরোধের স্ফুলিঙ্গকথায়। ৩টি উপন্যাস, ৭টি গল্প, ৬টি কবিতা, ১টি প্রবন্ধে পত্রিকার দুইমলাটের ভিতর ফুল্ল হয়ে উঠেছে প্রতিবাদ বিদ্রোহ প্রতিরোধের অনন্য কিছু যাপন, ইতিহাস। সে-ইতিহাসের ভিতর আপন দাবিতে সমুজ্জ্বল হয়ে জেগে রয়েছে বিস্মৃত বাঙালিদের বর্গী আক্রমণের প্রতিরোধ, নীল চাষিদের মরণপণ বিদ্রোহ, বাঙালি তন্তুবায়দের সম্মিলিত প্রতিবাদ।
Share on: